Skip to Content
Filters

author.name

এইচ এম খালিদ

এইচ এম খালিদ মননে মগজে নান্দনিক শিল্পসত্বার একজন মানুষ। ১৯৯৮ সালের মে মাসে মাদারীপুরে তার জন্ম। চারপাশের নানা প্রতিকুলতা সত্বেও, শৈশব থেকেই শিল্প ও সৃজনশীলতার প্রতি তার ছিলো প্রচুর ঝোঁক। আর এ আগ্রহ এবং গভীর একনিষ্ঠতা তাকে ধীরে ধীরে ডিজাইনের দুনিয়ায় পা দিতে সাহায্য করে। বিশেষ করে বাংলা বর্নমালার নান্দনিকতা তার কাছে ছিলো নেশায় মতো। শৈশবে স্কুল কলেজে নানা আয়োজনে তার সৌন্দর্যবোধ ছিলো বিশেষ সংযোজন। সব মিলিয়ে পড়াশোনার পাশাপাশি শৈশব থেকেই ডিজাইন তথ্য নানামুখী সৃজনীশক্তি নিয়ে তিনি ছিলেন নিভৃতচারী। মাদারীপুরে শিক্ষাজীবন শুরু করে, পরে ঢাকার তিতুমীর কলেজ থেকে এইচ এম খালিদ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঝাল্য ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, এবং লেটারিং নিয়ে কাজ করা খালিদের প্রধান ভালোবাসা। বাংলা বর্ণমালার সৌন্দর্য ও সুজনশীলতা তুলে ধরার অভিপ্রায়ে তিনি তার প্রথম বই "বাংলা ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি ও লেটারিং" প্রকাশ করেছেন। এই বইটি বাংলা লেটারিং জগতে একটি নান্দনিক সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে আশা করছি। বইটিতে বর্ণমালার সৌন্দর্য ও বৈচিত্র্য প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলা ক্যালিওগ্রাফি শিখতে অথব্য বাংলা ফন্ট ডিজাইনে আগ্রহী মানুষের জন্য এ বইটি প্রথম হাতেখড়ি হতে পারে।