Skip to Content
Filters

author.name

এইচ এম মেহেদী হাসান

এইচ এম মেহেদী হাসান লেখক, কলামিস্ট, সাংবাদিক ও গবেষক এইচ এম মেহেদী হাসানের জন্ম ১৯৮৭ সালের ৯ ডিসেম্বর মাদারীপুর জেলার কালকিনি থানার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর বাঁশগাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর বাবা হাজী আবদুল আলীম হাওলাদার একজন সহযোগী মুক্তিযোদ্ধা, মা হাজী মানোয়ারা বেগম। এইচ এম মেহেদী হাসানের লেখালেখি স্কুল জীবন থেকেই শুরু তবে ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি দৈনিক আমার সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহকারী সম্পাদক । এইচ এম মেহেদী হাসান নিয়মিত জাতীয় পত্রিকায় সমসাময়িক কলাম লিখেন পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে গবেষণা করছেন। তিনি তাঁর গ্রন্থে বাংলাদেশের অভ্যুদয়, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেছেন। তাঁর নতুন গ্রন্থ ' বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা ' গত বছর অমর একুশে গ্রন্থমেলায় ' মেহেদী'র রাজনৈতিক চাষাবাদ ' বইটি ব্যাপক সাড়া পায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে ব্যাপক উৎসাহ উদ্দিপনা যোগায়। এবারেরও গ্রন্থটিও ইতিমধ্যে-ই অনেক সাড়া জাগাচ্ছে।