Skip to Content
Filters

author.name

এম ই হোসেন

এম ই হোসেন পুরো নাম মোঃ ইমরান হোসেন পলাশ। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, সেই সুবাদে জন্ম ১৯৯৩ সালে কুমিল্লা সিএমএইচে। স্থায়ী নিবাস টাঙ্গাইল জেলায়, তাই ছোট বেলা থেকেই বেড়ে ওঠা টাঙ্গাইল শহরেই। টাঙ্গাইল জেলার এবং বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় থেকে ২০১১ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে। পদার্থবিজ্ঞানের ছাত্র হওয়ায় তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের প্রতি তার আলাদা দুর্বলতা আছে। বিজ্ঞানের বাইরেও অর্থনীতি, ধর্ম এবং বিভিন্ন জীবনাদর্শন নিয়ে পড়াশোনা করতে তার বেশ ভালোলাগে। অঙ্কুর ওয়ারিকুর 'ডু এপিক শিট' বইটি তার তৃতীয় অনূদিত বই। তার পূর্বের অনূদিত বই দুটি হলো, এরিক জর্জেনসনের- 'দি অ্যালমানাক অব নাভাল রাভিকান্ত' এবং হেমিন সুনিমের 'লাভ ফর ইমপারফেক্ট থিংস'।