Skip to Content
Filters

author.name

এম জে মামুন

এম জে মামুন কবি এম জে মামুন, ৫ অগ্রহায়ণ চট্টগ্রামের মিরসরাইতে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ নুরুল আলম এবং মাতা আনোয়ারা বেগম। তিন ভাইবোনের মধ্যে কবি দ্বিতীয়। সপ্তম শ্রেণীতে থাকাকালীন তাঁর লেখালিখির হাতেখড়ি। বিদ্রোহী কবির কবিতায় আকৃষ্ট হয়ে তিনি হাতে তুলেছেন কলম মশাল। মানুষের দাবী, পাখির রুদ্ধ কণ্ঠ, পর্বত আর অরণ্যের চোখ ধাঁধানো সৌন্দর্য কবিকে বারবার টেনে এনেছেন লেখালেখির জগতে। তাছাড়া কাপলেট আর ম্যাক্সিমের অনন্য বিন্যাস শৈলী বা কারুকাজ দেখিয়েছেন কাব্যিক পরমানন্দে।

Books by the Author