এম. এ. সাত্তার মণ্ডল
এম. এ. সাত্তার মণ্ডল জন্ম ১৯৪৯ সালে। তিনি প্রথম বিভাগে এসএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে কৃষি অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। লন্ডন থেকে পিএইচডি ও অক্সফোর্ডে পােস্ট-ডক্টরাল গবেষণা করেন। পাঁচ দশক বাকবি-র কৃষি অর্থনীতি বিভাগে অধ্যাপনা ও গবেষণা করছেন এবং বিভাগীয় প্রধান, অনুষদীয় ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি বাকৃবি-র প্রথম ইমেরিটাস অধ্যাপক। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন (সাধারণ অর্থনীতি ও কৃষি)। তাঁর বই: উন্নয়নের গল্প, কৃষি অর্থনীতি, বাংলাদেশের কৃষি অর্থনীতি, পথিকৃত। অর্থনীতিবিদ (অনূদিত), কৃষকদের উপযােগী প্রযুক্তি পরিকল্পনা (অনূদিত), হিমালয়ের ছায়া (কবিতা) এবং বহু জনপ্রিয় প্রবন্ধ । ইংরেজি প্রকাশনা। Changing Rural Economy of Bangladesh (BEA), Crop Diversification: Findings from Field Research (UPL), Irrigation Management for Crop Diversification (UPL) এবং আশির বেশি জার্নাল। তিনি চ্যান্সেলর পুরস্কার, নাজমুল স্বর্ণপদক, বাকৃবি এলামনাই সমিতি ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আজীবন সম্মাননা পুরস্কার এবং ২০২২ সালে ‘একুশে পদক লাভ করেছেন।