Skip to Content
Filters

author.name

এম. এ. সাত্তার মণ্ডল

এম. এ. সাত্তার মণ্ডল জন্ম ১৯৪৯ সালে। তিনি প্রথম বিভাগে এসএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে কৃষি অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। লন্ডন থেকে পিএইচডি ও অক্সফোর্ডে পােস্ট-ডক্টরাল গবেষণা করেন। পাঁচ দশক বাকবি-র কৃষি অর্থনীতি বিভাগে অধ্যাপনা ও গবেষণা করছেন এবং বিভাগীয় প্রধান, অনুষদীয় ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি বাকৃবি-র প্রথম ইমেরিটাস অধ্যাপক। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন (সাধারণ অর্থনীতি ও কৃষি)। তাঁর বই: উন্নয়নের গল্প, কৃষি অর্থনীতি, বাংলাদেশের কৃষি অর্থনীতি, পথিকৃত। অর্থনীতিবিদ (অনূদিত), কৃষকদের উপযােগী প্রযুক্তি পরিকল্পনা (অনূদিত), হিমালয়ের ছায়া (কবিতা) এবং বহু জনপ্রিয় প্রবন্ধ । ইংরেজি প্রকাশনা। Changing Rural Economy of Bangladesh (BEA), Crop Diversification: Findings from Field Research (UPL), Irrigation Management for Crop Diversification (UPL) এবং আশির বেশি জার্নাল। তিনি চ্যান্সেলর পুরস্কার, নাজমুল স্বর্ণপদক, বাকৃবি এলামনাই সমিতি ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আজীবন সম্মাননা পুরস্কার এবং ২০২২ সালে ‘একুশে পদক লাভ করেছেন।