এমিলিয়া নূর
এমিলিয়া নূর মানিকগঞ্জ জেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা নূরুল হক এবং মাতা মারিয়াম মাহজাবিন এর মমতায় শৈশবে কাটান রাজধানী ঢাকায়। ইংরেজি সাহিত্যে সম্মান পাশ করেছেন। বর্তমানে সুইডেনে স্থায়ীভাবে বসবাসরত। ভালবাসেন দেশ ভ্রমণ । ভালবাসেন সংগীত, শিশু ও প্রকৃতি।