এলিজা খাতুন
এলিজা খাতুন ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার অরুণবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। মহানন্দা নদী তীরে বেহুলা গ্রামে পৈত্রিক বাড়ি, বাবা মোঃ মাসদুল হক, মা মোসাঃ মাসকুরা বেগম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমএসসি গণিত বিষয়ে পড়াশোনা। সাতক্ষীরা জেলায় বসবাস এবং একটি মানব-সেবাধর্মী প্রতিষ্ঠান 'ঋশিল্পী'-এর হস্তশিল্প বিভাগে এক্সিকিউটিভ- এইচ আর পদে দায়িত্বরত।