এস এম এ খালেক
এস এম এ খালেক জন্ম অবিভক্ত বাংলার রংপুর জেলার ভুরুঙ্গামারী থানা সংলগ্ন কুচবিহার রাজ্যের তুফানগঞ্জ থানার বকশির হাটে, ১৯৪৬ সালে। কর্মজীবনে শিক্ষকতা এবং পুলিশ বিভাগে চাকরি শেষে অবসর নিয়ে ঢাকাতে আইন পেশায় নিয়ােজিত আছেন। অতীতে রংপুর, রাজশাহী ও ঢাকার কতিপয় ম্যাগাজিনে তাঁর লিখিত কিছু কিছু কবিতা এবং তল্কালীন সাপ্তাহিক চিত্রালী ও দৈনিক শক্তি পত্রিকায় পরপর কতিপয় ছােটগল্প প্রকাশিত হয়। সুফিজম তাঁর গবেষণার বিষয়বস্তু। প্রকাশিত গ্রন্থসমূহ- স্রষ্টা প্রেমে প্রেমিক বান্দা (২০০৭), মুসলিম উম্মাহয় সুফি সংস্কৃতি সুফি চেতনা (২০০৮), জীবন যেমন-(২০১০-ছােটগল্প), সুফির মননে প্রভু তত্ত্ব জ্ঞানে-প্রেমে আর ধ্যানে (২০১৬), সত্য আগত মিথ্যা হােক অপসৃত (২০১৭) এবং প্রেমের অনন্ত স্পন্দনে (কবিতা-২০২০)।