Skip to Content
Filters

author.name

ওয়াজেদুর রহমান ওয়াজেদ

ওয়াজেদুর রহমান ওয়াজেদ জন্ম পুরান ঢাকার নানাবাড়িতে হলেও বেড়ে ওঠা নতুন ঢাকার মিরপুরে তবে পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়াতে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ওপর স্নাতকোত্তর করার পাশাপাশি দেশ-বিদেশের ভয়ের পোর্টালে ফ্রিল্যান্স লেখালেখির কাজ করেন। লেখালেখির একটা স্কুলে থাকাকালীন সময়ে শুরু হলেও পরবর্তীতে ব্লগ লেখার মাধ্যমেই মূলত লেখালেখির ইচ্ছাটা পূর্ণরূপে ঢেঁকে বসে। মাঝে কিছু সময়ের জন্য মেকিংয়ের ভূত ঘাড়ে নিয়ে ২-৩টা শর্ট ফিল্ম. ৭-৮ টা মুভি রিভিউ-রিভিউ টিভি শো এবং মিউজিক ভিডিও আর কয়েকটা নাটকের এডিটিং, এর নিচে কিছু স্ক্রিপ্ট লেখার কাজ বাদে অর্জনের খাতা একেবারেই শূন্য। তবে সবচাইতে বেশি পছন্দ করেন অলস সময় কাটাতে।