Skip to Content
Filters

author.name

কঙ্কর সিংহ

কঙ্কর সিংহ জন্ম ২৫ জুলাই ১৯৩৮। সিভিল ইঞ্জিনীয়ারীং-এ স্নাতক। লেখালেখি পেশাগত জীবনের সম্পূর্ণ বাইরে। তাঁর গ্রন্থে প্রকাশিত হয়েছে পেশা থেকে অবসর নেওয়ার পর। কিন্তু লেখালেখির পেছনে যে দীর্ঘ- কালের প্রস্তুতি ছিল তা তাঁর যে কোনো গ্রন্থ পড়ালেই বুঝতে পারা যায়। ধর্ম, সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে তাঁর চিন্তাধারায় মৌলিকতা এবং আধুনিকতার ভিন্ন স্বাদ পাওয়া যায়। তাকে অনায়াসে একজন সমাজবিজ্ঞানী বলা যায়। প্রথাগতধারায় পাবোষক না হয়েও তাঁর লেখায় দেখা যায় বাস্তুনিষ্ঠ গবেষণার সুস্পষ্ট ছাপ। পাঠককে যা নতুন ভাবনার সন্ধান দেয়। তিনি যে সব প্রশ্ন তোলেন তা পাঠক চাইলেও এড়িয়ে যেতে পারেন না। এ পর্যন্ত তাঁর ১১টি গ্রন্থে প্রকাশিত হয়েছে।