কবির বিটু
কবির বিটু জন্ম: ২০ ডিসেম্বর ১৯৭৬ চিরন্তন অন্ধকারের মাঝে খানিক ঝিলিকের মতো জীবন নিয়ে সন্তুষ্ট। শত কোলাহলের মাঝে একটু-আধটু শিল্পসাহিত্য চর্চাই তার কাছে ধ্যান। এছাড়া আজন্মের ফাঁকিবাজ। প্রকাশিত বই কবিতা - শহরকে মুছে দেবো স্কুল ডাস্টার দিয়ে (২০১৮) অনুবাদ - সেক্সচুয়ালিটি ইজ আগলি, নট সেক্স (2028 ) প্রকাশিতব্য বই অনুবাদ - সিরিয়াসনেস ইজ এ ডিজিজ - ওশো মেডিটেশন ফর বিজি পিপল- এশো