কমান্ডো মো: খলিলুর রহমান
কমান্ডো মো: খলিলুর রহমান ১৯৫০ সালের ২৩ ফেব্রুয়ারি ভাতশালা গ্রামের এক মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা ছিলেন মরহুম আয়জুদ্দিন বিশ্বাস। মো. খলিলুর রহমান দেবহাটার টাউন শ্রীপুর হাই স্কুল থেকে এসএসসি, খুলনা বিএল কলেজ থেকে এইচএসসি, বাগেরহাট পিসি কলেজ থেকে স্নাতক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। তিনি নৌ কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে জাতির এই শ্রেষ্ঠ সন্তান ব্যাংকার হিসেবে চাকরিতে যোগ দেন। ১৯৭৮ সালে তিনি ওই চাকরি ছেড়ে দেন। এরপর যোগ দেন বহুজাতিক টোব্যাকো প্রতিষ্ঠানে। ১৯৯০ সালে তিনি প্রতিষ্ঠানটি থেকে ইস্তফা দেন। ঝুঁকে পড়েন লেখালেখিতে একাধারে লিখে যান মুক্তিযুদ্ধের গবেষণামূলক নয়টি গ্রন্থ। এগুলোর মধ্যে ‘মুক্তিযুদ্ধের নৌ-অভিযান’ এবং ‘যুদ্ধে যুদ্ধ স্বাধীনতা’ উল্লেখযোগ্য। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।