Skip to Content
Filters

author.name

কয়েস সামী

কয়েস সামী ছেলেবেলা থেকেই বইয়ের সাথে। তার নিবিড় বন্ধুত্ব। সাহিত্যকে ভালােবেসে পড়াশুনা করেছেন সিলেটের এমসি কলেজের। ইংরেজিতে। পড়তে পড়তে লেখালেখিতে ঝুঁকে পড়েন একসময়। আনন্দ খুঁজে পান গল্প। বলায়। সহজ সরল ভাষায় গল্প বলতেই পছন্দ। করেন বেশি। তার লেখা ‘লাকি থার্টিন গল্পগ্রন্থটি দেশ পাণ্ডুলিপি পুরস্কার অর্জন করে নেয় ২০১৯ সালে। ২০২০ সালের বইমেলায়। প্রকাশিত উপন্যাস ‘ওগাে বিদেশিনি’ এবং হয়েছিল রকমারি’র বেস্টসেলার বই। তার আরেকটি গুরুত্বপূর্ণ বই- কাস্টমার সার্ভিসের কলাকৌশল’ (২০২১)। এছাড়াও অন্যান্য। বইগুলাের মধ্যে রয়েছে- উপন্যাস- ঝরিছে। নয়নবারি’, ছােটদের বই ‘পেনসিল ভূত' ও ‘সাফওয়ানের বন্ধু মােটু পাতলু। পেশায় ব্যাংকার হওয়ায় লেখালেখির জন্য সময় খুঁজে বের করা কষ্টকর হয়ে পড়ে অনেক সময়। তবু তিনি সময় বের করে নেন- নেশার টানে, ভালােবাসার টানে। তার সম্পর্কে বিস্তারিত জানতে হলে ঘুরে আসুন তার ফেসবুক পেজে