কল্যাণী বন্দ্যোপাধ্যায়
কল্যাণী বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ডঃ কল্যাণী বন্দ্যোপাধ্যায় তাঁর অধ্যাপনাকালে ভারত, চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট নিরপেক্ষ আন্দোলন সম্বন্ধে কয়েকটি গবেষণা গ্রন্থ এবং বহু সংখ্যক গবেষণা নিবন্ধ রচনা করেছেন। পরবর্তীকালে ভারতের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য, কুসংস্কার এবং নারীর আর্থসামাজিক অবস্থান বিষয়ে তার কয়েকটি গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশিত হয়। বর্তমান পুস্তিকাটিতে লেখিকা শৈশবকাল থেকে নারী জীবনের দুঃখ, যন্ত্রণা, গ্লানি ও দহন-জ্বালা বিষয়ে আলােকপাত করতে প্রয়াসী হয়েছেন।