Skip to Content
Filters

author.name

কাইজার চৌধুরী

কাইজার চৌধুরী ১৫ই নভেম্বর ১৯৪৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিষয়ে ঢাকা • বিশ্ববিদ্যালয়ে পড়াশােনা করেছেন। বর্তমানেএবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বাস করছেন ঢাকার উত্তরায়। কাইজার চৌধুরী শিশু-কিশােরদের জন্যে প্রচুর লিখেছেন। মূলত তিনি গল্প এবং উপন্যাস লিখে। থাকেন। তাঁর লেখা ভীষণ মজাদার ও হাস্যরসে টইটম্বুর। পুরস্কার : অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ছােটদের কাগজ শিশুসাহিত্য পুরস্কার।