কাজী এনায়েত উল্লাহ
কাজী এনায়েত উল্লাহ জন্ম ৮ নভেম্বর ১৯৫৮। চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। বা কাজী আম্বর আলী এং মা মেহের নিগার। লেখাপড়া ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এবং প্যারিসের সরবােন ইউনিভার্সিটিতে । ১৯৮৬ সালে প্যারিসে ব্যবসা শুরু করেন । রেস্তোরা, রিয়েল এস্টেটসহ নানা ধরনের ব্যবসার মাধ্যমে সফল ব্যবসায়ী হিসেবে। প্রতিষ্ঠিত। তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম বনানী গ্রুপ । ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি। ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযােজনায় চলচ্চিত্র। লালটিপ এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র একটি পতাকার জন্য প্রযােজনা করেছেন। ইউরােপের ত্রিশটি দেশে প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত সংগঠন অল ইউরােপিয়ান বাংলাদেশ অ্যাসােসিয়েশনের (আয়েবা) প্রতিষ্ঠাতা মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) প্রতিষ্ঠাতা সভাপতি। প্রকাশিত বই : বিশ্বপ্রবাস