কাজী মসিউর রহমান
কাজী মসিউর রহমান ১০ আগস্ট, ১৯৮৪ সালে পিরোজপুরে জন্ম। মাতা-মনোয়ারা রহমান, পিতা-কাজী মুজিবুর রহমান। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও নটরডেম কলেজ থেকে শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে ২য় স্নাতকোত্তর শেষ করেন। কর্মজীবন শুরু হয় ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা দিয়ে, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে ইংরেজি বিভাগে যোগ দেন। প্রকৃতিপ্রেমিক এই জ্ঞানপিপাসু বিশ্বাস করতেন, সম্মিলিত প্রয়াসেই এই পৃথিবী সুস্থ হয়ে উঠতে পারে। এজন্য নিরন্তর চেষ্টা করে গেছেন সংস্পর্শে আসা প্রাণগুলোকে মহত্ত্বের দিকে ধাবিত করতে। তিনি এক পুত্রসন্তান, স্ত্রী, পিতা-মাতা, ভাইবোন, বন্ধু, সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও ভক্ত রেখে ২০২১ সালের ১৩ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।