কাঞ্চন রানী দত্ত
কাঞ্চন রানী দত্ত মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডী গ্রামে জন্ম।বাবা নন্দদুলাল দত্ত, মা বেলো দত্ত। চার ভাই বোনের মধ্যে সবার ছোট।বর্তমানে ডেপুটি কমিশনার অব কাস্টমস হিসেবে কর্মরত । তার প্রকাশিত প্রথম বই ‘প্রিয়দর্শিনীর অপ্রিয় কথন’, প্রকাশকাল ২০১৫ ও দ্বিতীয় বই ‘ অনুভূতির অশেষ পথ চলা,’ প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২০