Skip to Content
Filters

author.name

কানিজ ফাতেমা

কানিজ ফাতেমা ২০১৮ সালে প্রথম কবিতার বই প্রকাশের মাধ্যমে তার প্রকাশনার সূচনা হয়। এ পর্যন্ত তার আটটি বই প্রকাশিত হয়েছে। পাঠকের অনুপ্রেরণা আর ভালোবাসা সাথে নিয়ে তিনি সামনের দিনগুলোতে আরও অনেক নতুন নতুন লেখা নিয়ে এগিয়ে যেতে আগ্রহী। কানিজ ফাতেমার জন্ম কুষ্টিয়া জেলার ভেড়ামারায়, বাবার নাম জনাব আবুল কালাম ও মায়ের নাম মিসেস আনজেরা বেগম। নিজ জন্মস্থান মফস্বল শহরেই তার শৈশব ও কৈশর কাটে এবং কাটে তার স্কুল ও কলেজ জীবন। অতঃপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে ২০০৫ সালে বিএসএস (অনার্স) ও ২০০৬ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। অবসর সময়ে তার বই পড়তে ও গান শুনতে ভালো লাগে। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। আর স্বামী জনাব মোহা: রফিকুল ইসলাম বর্তমানে সরকারের একজন উপসচিব হিসেবে কর্মরত।