কালীপ্রসন্ন দাস
ডক্টর কালীপ্রসন্ন দাস পেশাগত জীবনে দর্শনের অধ্যাপক ও মানসিক স্বাস্থ্যের সাইকোসােসাল। কাউন্সেলর । সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, সাভার ও ‘আত্মশক্তি’, ঢাকা, তার কর্মক্ষেত্র। শিক্ষকতা ও কাউন্সেলিং দুটি কাজই তাঁর প্রিয়। এতে তিনি। নিবেদিত। এসব বিষয়ে লেখালেখিতেও তার আগ্রহ। মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন বাগানবাড়িতে কেটেছে তাঁর শৈশব ও কৈশাের । তিনি পিসি উচ্চবিদ্যালয় বড়লেখা থেকে এসএসসি, এমসি কলেজ সিলেট থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে বিএ অনার্স, এমএ, এমফিল এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ দর্শনে পিএইচডি এবং ভারতীয় প্রশিক্ষকদের কাছ থেকে Transactional Analysis and Neurolinguistic Programming বিষয়ে কাউন্সেলিংয়ে একবছর মেয়াদি ডিপ্লোমা করেছেন। আন্তর্জাতিক যুব কর্মশালা সেমিনার সম্মেলনে যােগ দিতে তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, পর্তুগাল, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৮। ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, বাংলা একাডেমি পত্রিকা, বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি পত্রিকা, জিজ্ঞাসা (কলকাতা) প্রভৃতি পত্রিকায় তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।