কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম ১৯৬৪। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। অথচ শিল্প, সাহিত্য আর সংস্কৃতি নিয়েই তার বেঁচে থাকা। তাই অসংখ্য পরিচিত পত্রিকায় তাঁর বিভিন্ন ধরনের লেখা প্রকাশের পাশাপাশি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়ে। চলা নাটক ও নৃত্যনাট্য রচনা এবং সুরারােপের মাধ্যমে বিচ্ছুরিত তার প্রতিভা। লেখেন ছােটবড় সকলের জন্যই। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭টি, যার মধ্যে ‘আরশিনগর’, ‘নির্বাচিত শ্রুতিনাট্য’, ‘ভূতের বৃন্দাবন’ প্রভৃতি গ্রন্থগুলি ইতােমধ্যেই পাঠকসমাজের কাছে সমাদৃত হয়েছে। তার রচিত ও সুরারােপিত অপেরা-নাটক ‘আলাদিন বেশ কয়েকবার মঞ্চস্থ হওয়া ছাড়াও হাওড়ার একটি নাট্য কর্মশালায় ব্যবহৃত হয়েছে। একসময় সম্পাদনা করেছেন সাহিত্য পত্রিকা ‘আলাে অন্ধকার। পেয়েছেন কয়েকটি পুরস্কার, যার মধ্যে কিশাের ভারতী সাহিত্য পুরস্কার’, ‘সংশপ্তক পুরস্কার' প্রভৃতি উল্লেখযােগ্য।