খন্দকার মাহমুদুল হাসান
খন্দকার মাহমুদুল হাসানঃ (জন্মঃ ২৫ শে আগস্ট ,১৯৫৯) তিনি বাংলাদেশের একজন শিশুসাহিত্যিক, গবেষক ও একজন বহুমাত্রিক লেখক শিশুসাহিত্য, ভ্রমণ, প্রবন্ধ, গবেষণাসহ শিল্প-সাহিত্যের নানা অঙ্গনে তাঁর পদচারণ এবং তাঁর শিশুসাহিত্যের মধ্যে হাসির গল্প, রহস্য উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি রয়েছে। খন্দকার মাহমুদুল হাসান একজন সার্বক্ষণিক লেখক । সরকারি প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন । বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অর্থাৎ দুই বাংলার বিরাট এলাকায় সরেজমিনে ঘুরে তিনি ইতিহাস ও পুরাকীর্তি বিষয়ক গবেষণাকাজ পরিচালনা করেছেন ।এর বাইরে সাহিত্য , শিশুসাহিত্য , সাময়িকপত্র ও চলচ্চিত্র নিয়ে গবেষণা করেছেন তিনি ।বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত শিশু বিশ্বকোষ রচনায় তিনি অংশগ্রহণ করেছেন । প্রকাশিত গ্রন্থঃ ইতিহাস, বিজ্ঞান, পুরাকীর্তি, চলচ্চিত্র, গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনি প্রভৃতি মিলিয়ে শতাধিক বই লিখেছেন ।ছোটোদের জন্য লিখেছেন ৯০ টি বই , যার মধ্যে আছে মুক্তিযুদ্ধের গল্প, ভয়ের গল্প, হাসির গল্প, জীবনবোধসম্পন্ন গল্প, রূপকথার গল্প, গোয়েন্দাকাহিনি, রহস্যোপন্যাস, সায়েন্স ফিকশন, চোরের গল্প,পুলিশ কাহিনি প্রভৃতি।। লিখেছেন ইতিহাস বিষয়ক ২৬ টি বই, ২২টি কিশোর উপন্যাস ও ৩১ টি টি গল্পের বই । ঢাকার পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত দুই খণ্ডের 'বাংলাদেশের পুরাকীর্তি কোষ', দিব্যপ্রকাশ থেকে দুই খণ্ডে প্রকাশিত 'প্রথম বাংলাদেশ কোষ','বাংলাদেশের স্বাধীনতার নেপথ্য -কাহিনি', ঐতিহ্য থেকে প্রকাশিত 'ঢাকা অভিধান','চলচ্চিত্র', বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত 'প্রাচীন বাংলার আশ্চর্য কীর্তি', কথাপ্রকাশ থেকে প্রকাশিত 'মুক্তিযুদ্ধের চলচ্চিত্র','হিব্রু থেকে ইহুদি',' বাংলাসাহিত্যে মুসলিম অবদান','যেমন করে মানুষ এলো','সেরা কিশোর গল্প','কাঠমান্ডুর মূর্তি রহস্য','ইতিহাসের সেরা গল্প' প্রভৃতি তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ । পশ্চিমবঙ্গ থেকে ইউসুফ মোল্লা সম্পাদিত মাসিক 'বর্ণিক' পত্রিকার শারদীয় সংখ্যায় 'ঢাকার চলচ্চিত্রের গোড়ার কথা ও বর্তমান প্রেক্ষিত' সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন