খালেদ মোশাররফ
খালেদ মােশাররফ জন্ম ১৯৩৭ সালে, জামালপুর জেলায়।। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে সেনাবাহিনীতে যােগ দেন, ১৯৫৭ সালে কমিশন লাভ করেন।। ১৯৭১ সালের ২৬ মার্চ ৪র্থ ইস্ট বেঙ্গল। রেজিমেন্টকে সঙ্গে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে। বিদ্রোহ করেন। যুদ্ধকালে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্সের নেতৃত্ব দেন। যুদ্ধে আহত হন। ' মুক্তিযুদ্ধকালে লেফটেন্যান্ট কর্নেল পদে। পদোন্নতি পান। মুক্তিযুদ্ধে বীরােচিত অবদানের। জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। পরবর্তী সময়ে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ এবং। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পদে উন্নীত। ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সামরিক অভ্যুত্থানে নিহত হন।