Skip to Content
Filters

author.name

গাজি আব্দুল আউয়াল সবুজ

গাজি আব্দুল আউয়াল সবুজ প্রগাঢ় মৃত্তিকাঘনিষ্ঠ ঐতিহ্যসঞ্চারী জীবনের পরাগসন্ধানী কবি অধ্যাপক গাজি আব্দুল আউয়াল সবুজ ১৯৬৯ সালের ৩১শে জুলাই নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বীরবৈরাটি গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। বাবা মো. ওয়ারেছ আলী এবং মা হালিমা খানম। ১৯৮৫ সালে প্রায় অর্ধডজন বিষয়ে লেটারমার্কস নিয়ে বিজ্ঞানে এস.এস.সি পাশ করা এ কবি বাংলায় অনার্সসহ বাংলা ও ইংরেজি সাহিত্যে এম.এ পাশ করেন। দর্শনশাস্ত্রে এম.এ প্রথমপর্ব শেষ করলেও শেষপর্ব আর শেষ করেননি খেয়ালি এ কবি। উল্লেখ্য যে, প্রাথমিকসহ প্রায় সব পরীক্ষায়ই তিনি বৃত্তি লাভ করেন । অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার একনিষ্ঠ সাধক, সুফিবাদী-বাউল চেতনাস্নাত এ মানুষটি কবি হিসেবে অধিক পরিচিত হলেও তিনি একাধারে কবি, সাংবাদিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, গীতিকার, ছড়াকার, গবেষক, শিশুকিশোর সংগঠক ও দোতারাবাদক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭, কয়েকটির একাধিক সংস্করণও ইতোমাধ্যে নিঃশেষ হয়ে গেছে। তিনি কিছুদিন ‘আশা' এনজিওতে পদস্থ কর্মকর্তা হিসেবে চাকুরি করে পরে অধ্যাপনায় যোগ দেন। বর্তমানে একটি ডিগ্রি প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।