গিয়াস আহমেদ
গিয়াস আহমেদ দেশের সিনিয়র সাংবাদিক। লেখাপড়া শেষমাত্রই শুরু করেন সাংবাদিক জীবন। দেশের শীর্ষ দৈনিক পত্রিকায় কাজ করেছেন দীর্ঘদিন, তারপর টেলিভিশন মাধ্যমে তাঁর সুদীর্ঘ ক্যারিয়ার। একজন সফল সংগঠকও তিনি। তাঁর হাতে সর্বোচ্চ বিকাশ ঘটেছে ভোরের কাগজ পাঠক ফোরাম-এর। প্রথম আলো বন্ধুসভা প্রতিষ্ঠা করেছেন তিনি। তাঁর হাতেই গড়ে ওঠে। দেশের প্রথম দর্শক ফোরাম দেশ টিভির দেশ আমার। দেশজুড়ে তাঁর বন্ধুমহল। বন্ধুরা ভালোবেসে তাঁকে ডাকেন "হ্যামিলনের বাঁশিওয়ালা', বলেন, 'গিয়াস আহমেদ লেখক তৈরির কারিগর'। গিয়াস আহমেদের জন্ম গোপালগঞ্জ শহরে। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পুরোটাই অবশ্য ঢাকায়। তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি, সরকারি তিতুমীর কলেজে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে মাস্টার্স। পড়তে ভালোবাসেন, বন্ধুবহর নিয়ে ঘুরতে ভালোবাসেন। মলাটবন্দি হয়েছে তাঁর দুটি ডকু ট্রাভেলগ চন্দ্রযান, দ্য লুনাটিক এক্সপ্রেস এবং সীমানা পেরিয়ে। উপন্যাসও দুটি ডাবল ডেকার ও কবি কহিছেন। পঞ্চম গ্রন্থ এই শিশুতোষ উপন্যাস বেগম চিলচিলিয়া। সবগুলো বই প্রকাশিত হয়েছে ভাষাচিত্র থেকে।