গোপাল পাল
গােপাল পাল জন্ম ১৯৭২ সাল, পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন ১৯৯৬ সালে। নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুবােধ ঘােষের গল্প নিয়ে গবেষণা, অধ্যাপনাকেই জীবনের আদর্শ মনে করে নেমে পড়েছেন। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকটি সম্পকে প্রসঙ্গ এবং ইন্দ্রজিৎ ও সার্ধশতবর্ষে রবীন্দ্র অন্বেষণ সম্পর্কে পরবর্তী গ্রন্থ ঝুমুর আধ্যাত্বিক ও লৌকিক ও প্রেক্ষিত সমাজ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছােট গল্প, সুবােধ ঘােষের গল্পে সমাজ ও প্রেম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সোঁদা মাটির প্রেম,এছাড়া মানভূমের মাটির টানে মানভূম সংস্কৃতি নিয়ে বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত। শ্যামলিমা ও আজকের ধূমকেতু পত্রিকার প্রবন্ধ লেখকের শখ নতুন ধরনের প্রবন্ধ রচনা করা, লেখকের স্বপ্ন মানভূমের প্রগতি