চিত্তরঞ্জন পোদ্দার
চিত্তরঞ্জন পোদ্দার জন্ম ৯ই জৈষ্ঠ ১৩৩৪ সালে (২৪ মে ১৯২৭) ত্রিপুরা জেলার সাহার পদুয়া গ্রামে। হাজিগঞ্জ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন। I. Sc. কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। দেশ বিভাগের সঙ্গে সঙ্গেই চলে আসেন কলিকাতায়। বঙ্গবাসী কলেজ থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের স্নাতক। কর্মজীবন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে Technical Development Establishment Stores বিভাগে কানপুরে (U.P) এবং সময়ান্তরে কলিকাতার শাখায় ও অবসরপ্রাপ্তি ১৯৬৮-তে। তখন থেকে স্থায়ীভাবে কলিকাতায় বসবাস। লেখা এবং চিত্রাঙ্কনের ঝোক যৌবনের শুরু থেকে। যা লেখা হয়েছে, তা এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে।