Skip to Content
Filters

author.name

চিররঞ্জন সরকার

চিররঞ্জন সরকার জন্ম ১ অক্টোবর, ১৯৭০ পঞ্চগড় জেলার বােদা উপজেলায়। ঢাকা। বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ছাত্রজীবনে বামপন্থী। ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। লেখালেখির হাতেখড়ি ছাত্রজীবন থেকেই। শিক্ষাজীবন শেষে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংগঠন ও সংবাদপত্রে কাজ করেছেন। দৈনিক সংবাদে সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। সাত বছর। বর্তমানে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড। ডাইভারসিটি সেকশনে কর্মরত।। সমসাময়িক রাজনীতি, সুশাসন, স্থানীয় সরকার, আদিবাসী ও সংখ্যালঘু, নারী, মেয়েশিশু, জেন্ডার ইত্যাদি তার লেখার উপজীব্য। গবেষণাধর্মী লেখার পাশাপাশি তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত। রাজনৈতিক কলাম ও রম্য লিখে থাকেন। প্রকাশিত গ্রন্থ : শেয়ালতন্ত্র জিন্দাবাদ (রম্য সংকলন, ২০০৭), নারী। ও দারিদ্র্য (২০০৭), মেয়েশিশু : বাংলাদেশ চিত্র। (২০০৭), নারীর প্রতি সহিংসতা ও নারীর। আইনগত অধিকার (২০০৮), নির্বাচন ও সংখ্যালঘু সম্প্রদায় : পরিপ্রেক্ষিত বাংলাদেশ (২০০৯), জলবায়ু পরিবর্তন : নারীর ওপর প্রভাব (২০১০)।