Skip to Content
Filters

author.name

জয়দীপ দে

জয়দীপ দে জন্ম ১৯৮০। চট্টগ্রামে। রেলওয়ে হাসপাতালে। বাবা ছিলেন রেলওয়ের ইঞ্জিনিয়ার। সে সূত্রে রেলপাড়ায় বড়ো হওয়া। আদিভিটে সিলেটে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিষয় ছিল চারুকলা। বর্তমানে শিক্ষক প্রশিক্ষক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ ২০১৩: হারকিউলিসের পাখা (গল্পগ্রন্থ, শুদ্ধস্বর)। ২০১৮: নিষুপ্ত (উপন্যাস, অনিন্দ্য প্রকাশ)। ২০১৯: মাদ্রাজের চিঠি (ভ্রমণকাহিনী, অনিন্দ্য প্রকাশ)। গহন পথে (উপন্যাস, দেশ)।