জর্জিয়াস মিলন
জর্জিয়াস মিলন তরুণ লেখক, গবেষক, চলচ্চিত্রকার এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স ডিগ্রী অর্জনের পাশাপাশি ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অব ফিল্ম এন্ড ফাইন আর্টস, কোলকাতা হতে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে দুই বছরের ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। প্রত্নতত্ত্ব সমৃদ্ধ ঐতিহাসিক তাড়াশ অঞ্চলের ইতিহাস প্রণয়ন বিষয়ক ’তাড়াশের ইতিহাস’ গ্রন্থটি তাঁর অন্যতম কৃর্তি। এছাড়াও বিকল্পধর্মী ছোট গল্প বিষয়ক গ্রন্থ ’আর্ত’ গুণীমহলে বিশেষ সমাদৃত।