জহিরুল হক অপি
জহিরুল হক অপি বইয়ের পাতায় জমাটবদ্ধ অক্ষরের ঘাণ নিতে। নিতে, একজন সাধারণ মানুষ হয়ে ওঠে শব্দের। কারখানা। মানুষটির আন্তরিকতার চাদরে এসে আটকায় আরাে কিছু শিল্প। তৈরি হয় একজন শিল্পী, গুণের সাগরে ভাসতে থাকে কিছু। বিশেষ্য– কিবাের্ডার, প্রচ্ছদশিল্পী ও অনুবাদকসহ। আরাে কত কী! জহিরুল হক অপি'র নামের পাশে বিশেষণ। হিসেবে শােভা পায় শব্দগুলাে। এ পর্যন্ত মৌলিক। বই লিখেছেন চারটি: সাস্পিশান; ব্লাক; নিদাঘ:। কিছুটা কবিতা, তারপর তুমি। ২০২০ সালে তারই অনুবাদে প্রজন্ম পাবলিকেশন থেকে প্রকাশিত হয় মেলিসা ডােনােভানের Adventures In Writing সিরিজের প্রথম বই “লেখালেখির ১০১টি অনুশীলন'। এছাড়াও তাঁর অনুবাদে প্রজন্ম পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। গুজবাম্পস, ইন এনিমি হ্যান্ডস, দ্য আনপ্রােডিগাল।