জাওয়াদ উল আলম চৌধুরী
জাওয়াদ উল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামের হাটহাজারীর মাদাশা গ্রামে। পিতা শিক্ষাবিদ আবু তাহের চৌধুরী, স্থানীয় মুক্তিযুদ্ধের সংগঠক ও মাতা সামছি কুমর চৌধুরী, সাবেক হাটহাজারী উপজেলা পরিষদ সদস্য, ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরীর পরিবারের সন্তান। জাওয়াদ উল আলম চৌধুরী মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ হতে এইচএসসি শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট হতে ২০১৫ সালে রাজনীতি ও চিত্রকলা বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন। এবং একই ইনস্টিটিউটে শিল্প-সমালােচনা বিষয়ে পিএইচডি কোর্সে গবেষণা করছেন। বর্তমানে তিনি বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রামে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।