জাকিয়া খান
জাকিয়া খান জীবনের অর্ধেকের বেশি সময় শিক্ষকতা, বিশেষত বাচ্চাদের পড়ানােতে জড়িত থাকার একটা বড় কারণ হয়তাে তাদের প্রতি তীব্র টান। আর এই টানের প্রকাশ ঘটে পড়ানাের বাইরে নানাভাবে তাদের নিয়ে ভাবা কিংবা কাজ করার ইচ্ছায়। টুকটাক লেখালেখি ছােটবেলা থেকে, স্কুলের দেয়াল পত্রিকায় প্রথম ছাপা লেখা। ২০১৪ সালে তেমন কোনাে প্রস্তুতি ছাড়াই প্রকাশিত হয় ছােটদের জন্য বই ‘বিশ্বের আলােচিত ১০ ক্ষমতাধর নারী শাসক। এবারও ছােটদের জন্যই লেখা, 'আমাদের পাখিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তরের আগেই কর্মজীবন শুরু করেছিলেন ঢাকার লিটল এনজেলস স্কুলে। পাশাপাশি চার/পাঁচ বছর আমেরিকা থেকে। প্রকাশিত মাসিক একটি বাংলা পত্রিকার সাথে জড়িত ছিলেন। বর্তমানে কাজ করছেন সানিডেইল জন্ম ২৮ নভেম্বর ১৯৭১ সালে ঢাকায়, বেড়ে উঠাসহ নিত্যকার জীবনযাপনও। এখানেই।