জানে আলম মুনশী
জানে আলম মুনশী ১৯৭৬ সালে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার আলগী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা- হাজী মোসলেম উদ্দিন মুন্সী, মাতা- মোসাঃ রওশনারা বেগম। বাবা মায়ের আট সন্তানের মধ্যে তিনি পঞ্চম। আলগী সরকারী প্রাইমারি বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি আলগী জুনিয়র হাই স্কুল মাদারীপুর থেকে ৮ম শ্রেণি ও মিঠাপুর লক্ষী নারায়ণ উচ্চ বিদ্যালয় মাদারীপুর থেকে ১৯৯১ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা থেকে ১৯৯৩ সালে এইচএসসি ও ঢাকা কলেজ, ঢাকা থেকে ১৯৯৫ সালে বিএসএস পাশ করেন । তিনি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা থেকে ১৯৯৮ সালে বিএড সম্পূর্ণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউটে ডিপ-ইন-এড এ ভর্তি হলেও লেখাপড়া শেষ করার আগেই ২০০৩ সালে পুলিশ বাহিনীতে আউট সাইট ক্যাডেট হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাষানটেক থানার অফিসার ইনচার্জ। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।স্ত্রী রাশিদা জাহান রুনা (পুলিশ অফিসার), ছেলে রাসিক বিন আলম দিব্য ও মেয়ে রোজা আলমকে নিয়ে তার সংসার। ছোটবেলা থেকেই তার সাহিত্য সংস্কৃতির প্রতি ঝোঁক। স্কুল জীবনে লেখালেখি, অভিনয় ও আবৃত্তি করে অনেক সুনাম অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালন ও নানারূপ ব্যস্ততার কারণে তিনি এখন অবধি কোনো গ্রন্থ প্রকাশ করতে পারেন নি। ‘চাঁদের বুড়ি তার প্রথম প্রকাশনা । অমর একুশে বইমেলা ২০২৩-এ আগামী প্রকাশনী থেকে ‘হুতোমপেঁচার ডায়রী’ নামে আরও একটি ছড়ার বই প্রকাশ হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও এ ধরনের শিশুতোষ সাহিত্যচর্চা সত্যিই প্রশংসার দাবিদার । সহজ সরল সাদা মনের মানুষ এই নবীন ছড়াকার ভালোবাসেন মা, মাটি ও মানুষকে।