Skip to Content
Filters

author.name

জান্নাতুন নাঈম প্রীতি

জান্নাতুন নাঈম প্রীতি এসময়ের স্বাধীনচেতা তরুণ লেখক। পাশাপাশি শিক্ষার্থী ও শিল্পী। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে অধ্যয়নরত। পাশাপাশি ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে কাজ। করছেন বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, সিআরআই (ইয়ং বাংলা), তরুণ স্বেচ্ছাসেবক সংগঠন হিমু পরিবহণ ও জাতীয় পাঠাগার আন্দোলনের সাথে। জন্ম: ৪ সেপ্টেম্বর, ১৯৯৬, মাগুরা জেলায়। তিনি একাধারে ছােটোদের ও বড়দের জন্য উপন্যাস, ছােটোগল্প, প্রবন্ধ ও কবিতা লেখেন। পাশাপাশি চিত্রাংকন, বিতর্ক, আবৃত্তি ও সংগীতে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। শিশু বয়সেই তার লেখনীর প্রকাশ ঘটে; মাত্র সাত বছর বয়সেই ক্লাস টু’তে থাকাকালীন অবস্থায় তিনি সারাদেশের মধ্যে “Anchor- প্রথম আলাে গল্পলেখা প্রতিযােগিতা"এ সেরা গল্পকারের খেতাব জেতেন। তাঁর উল্লেখযােগ্য পুরস্কারগুলাের মধ্যে ২০১৬ সালে আত্মজীবনী উনিশ বসন্ত’র জন্য সাহিত্যে বিপ্লবী চে গুয়েভেরা ইয়ুথ এ্যাওয়ার্ড', ২০১৫ সালে সংবাদ প্রতিবেদনের জন্য দ্বিতীয়বারের মতাে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড' লাভ, ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে’ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের জন্য সমগ্র সাহিত্যকর্মের উপর প্রথম পুরস্কার পাওয়া, ২০১৪ সালে ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড' এর সৃজনশীল লেখা শাখার প্রথম পুরস্কার, Anchor-প্রথম আলাে গল্পলেখা প্রতিযােগিতায় সেরাদের সেরার খেতর; ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১১ তে ঐতিহ্য আয়ােজিত জাতীয় গল্পলেখা প্রতিযােগিতায় পাঁচবারের অন্যতম সেরা গল্পকারের সম্মাননা, ব্রিটিশ কাউন্সিল আয়ােজিত রচনা প্রতিযােগিতা ও আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আয়ােজিত রচনা প্রতিযােগিতায় পুরস্কার লাভসহ চিত্রকলা, আবত্তি, বিতর্ক ও সঙ্গীতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার পেয়েছেন। পড়াশুনায় কৃতিত্বের জন্য পেয়েছেন বাংলাদেশ সরকারের সম্মাননা ‘এসাে বাংলাদেশ গড়ি' এর জাতীয় পর্যায়ে কৃতী শিক্ষার্থী এ্যাওয়ার্ড, বিভাগীয় পর্যায়ে মেয়র পদকসহ বেশকিছু পুরস্কার। বেশকিছু চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রেও তার ভূমিকা রয়েছে। এরমধ্যে ২০১৪ সালে দিল্লির দাদাসাহেব ফালকে পুরস্কার জেতা ‘পােস্টার’ ছবিটি উল্লেখযােগ্য। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকা, ব্লগ, অনলাইন পাের্টাল ও লিটিলম্যাগসহ দেশে ও দেশের বাইরে বেশ কিছু সংকলনে তার লেখা বেরিয়েছে, তার প্রথম গ্রন্থ শিশুদের জন্য লেখা মুক্তিযুদ্ধবিষয়ক বই- বাংলাদেশ নামটি যেভাবে হল'। এছাড়াও অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- আত্মজীবনী উনিশ বসন্ত', গল্পগ্রন্থ ‘এইসব উড়ে আসা দিন ও শিশুতােষ গল্পগ্রন্থ “পেন্সিলে আঁকা গল্প। তরুণ এই লেখক স্বপ্ন দেখেন দেশকে পৃথিবীর দরবারে অনন্য সম্মানের আসনে অধিষ্ঠিত করার।