জামাল রেজা
জন্ম ৫ জুলাই ১৯৭১। সপ্তম শ্রেণিতে পড়ার সময় প্রকাশিত হয় প্রথম লেখা। তারপর জীবনের নানা চড়াইউত্রাই পেরিয়ে জীবন সংগ্রাম ও লেখালেখির ভুবনে টিকে থাকা। পেশায় সাংবাদিক। দেশের বিভিন্ন পত্রপত্রিকায়। কাজ করেছেন। এর গত ১৭ বছর যাবত চ্যানেল। আইয়ের অনুষ্ঠান বিভাগে নিবিড়ভাবে জড়িত। প্রচুর নাটক লিখেছেন। পাশাপাশি সৃজনশীল লেখা তাে রয়েছেই। প্রকাশিত গ্রন্থ ৪৬। লেখালেখির স্বীকৃতি স্বরূপ ইতােমধ্যে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।। জীবনের দেখা না দেখা বিচিত্র অভিজ্ঞতা তাঁর লেখার প্রধান অনুষঙ্গ।