জি এম ফয়সাল আলম
জি এম ফয়সাল আলম লেখক টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকতায় সুপরিচিত মুখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স। কর্মজীবন শুরু হয় আজকের কাগজের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে। বর্তমানে চ্যানেল টোয়েন্টিফোরের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি যমুনা টেলিভিশনে সিনিয়র রিপাের্টার এবং একাত্তর টিভিতে স্টাফ রিপাের্টার হিসেবে কাজ করেছেন। যমুনা টিভিতে কর্মরত থাকাকালীন কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে অনুসন্ধানী সাংবাদিকতায় ভূমি অফিসের দুর্নীতি নিয়ে টিআইবির সেরা রিপাের্টারের পুরস্কার পান। একই বছর নকল এবং ভেজাল ওষুধ নিয়ে রিপাের্ট করে ঢাকা রিপাের্টার্স ইউনিটি ওয়ালটন সেরা রিপাের্টারের পুরস্কার পান। এর আগে একাত্তর টেলিভিশনে কর্মরত থাকা অবস্থায় গরিবের মানবাধিকার নিয়ে অনুসন্ধানী রিপাের্ট করে; ঢাকা রিপাের্টার্স ইউনিটি গ্রামীণফোন সেরা রিপাের্টারের পুরস্কার পান। দৈনিক সকালের খবর পত্রিকায়ও প্রায় দুই বছর কাজ করেছেন তিনি। এছাড়া দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর বেশ কিছুদিন খণ্ডকালীন সাংবাদিকতার ওপর ক্লাস নিয়েছেন। বাংলাদেশ ক্রাইম রিপাের্টার্স অ্যাসােসিয়েশন এবং পেশাদার সংগঠন ঢাকা রিপাের্টার্স ইউনিটিরও সদস্য তিনি।