Skip to Content
Filters

author.name

জিন্নাত আরা রোজী

জিন্নাত আরা রোজী পাবনা জেলার সুজানগর উপজেলার নওয়াগ্রামে এক মুসলিম সম্রান্ত খান পরিবারে। ১৯৬৮ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতা : মৃত সৈয়দ আলী খান, মাতা : মৃত আমেনা খাতুন। স্বামী : মােঃ আবুল কাশেম। শিক্ষাগত যােগ্যতা : বি.এ অনার্স এম.এ। ছােটবেলা থেকেই সাহিত্যানুরাগী। পেশাগত জীবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। পেশাগত ব্যস্ততার মাঝেও ছড়া, কবিতা লিখছেন। বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয় পাবনার জীবন সদস্য। শিক্ষা জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় তার কবিতা প্রকাশ হয়েছে। চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামক কবিতার বই সম্পাদনা করেছেন। ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জননী।

Books by the Author