Skip to Content
Filters

author.name

জিয়াউল হক কাওসার

জিয়াউল হক কাওসার জিয়াউল হক কাওসার জন্য শরীয়তপুর জেলার জাজিরা থানায়। তিনি মুজিব রাসেল বিদ্যাপীঠ’ থেকে প্রাথমিক এবং জাজিরা মােহর আলী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট থেকে তিনি ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়াশুনা শেষ করেন। এরপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ অনার্স শেষ করেন। টেকনােলজি প্রতি তার ভালােলাগা, ভালােবাসা হে। টবেলা থেকেই। তিনি ২০১৭ সালে আইসিটি ভিভিশন থেকে সেরা ফ্রিল্যান্সার পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে ইউটিউব : দেখে, শিখে, উপার্জন’ তার লেখা প্রথম বই।। তিনি আইটি-এর উপর গবেষণার কাজ করেছেন। বাংলা দেশের চিকিৎসা ব্যবস্থার আইটি ভুমিকা নিয়ে গবেষণা ক জ চালিয়ে যাচ্ছেন, এছাড়া তিনি বহু পল। পরিচালক হিসেবে কাজ করছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কোম্পানিতে ‘IT Solutions Institute'এ তিনি সফলতার সাথে টানা ৮ বছর আন্তর্জাতিক জব মার্কেটে তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয়ে কনসালটেন্ট এবং টম লিভার হিসেবে কাজ করেছেন।