Skip to Content
Filters

author.name

জিয়াউল হক মুক্তা

জিয়াউল হক মুক্তা (১৩ ডিসেম্বর ১৯৭১) মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের পর ১৯৮৭ সালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। তিনি ছাত্রলীগ শেরপুর কলেজের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির পর তিনি জাসদ রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৭ সালে জাসদ-বাসদের বিভিন্ন ধারা একীভূত হবার পরে গঠিত কেন্দ্রীয় কমিটিতে কনিষ্ঠতম সদস্য হিসেবে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি জাসদ কেন্দ্ৰীয় কার্যকরী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাসদের মুখপত্র 'লড়াই' এর সম্পাদক ও প্রকাশক। তিনি নৃবিজ্ঞান আর আন্তর্জাতিক বাণিজ্য নীতি বিষয়ে পড়াশোনা করেছেন। প্রান্তে দেশে-বিদেশে কাজ করেছেন কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে ও জাতিসংঘে। কাজ করেছেন জলবায়ু পরিবর্তন, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক অন্তর্ভুক্তি ও শ্রমিক-নারী-শিশু অধিকার, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে; এখন একজন স্বাধীন উন্নয়ন-পরামর্শক। রাজনীতির পাশাপাশি তিনি অনুবাদ, সম্পাদনা, সমালোচনা, গবেষণা ও সৃজনশীল সাহিত্যকর্মের সাথে যুক্ত। ঐতিহ্য হক ও দ্যোতনা হক-এর জনক।