জিসাস শাকিলা
পুরাে নাম শাকিলা ইসলাম জিসা। লেখালেখি করেন জিসাস শাকিলা নামে। মুক্তিযােদ্ধা বাবার কন্যা হিসেবে চরম গর্ব তার হৃদয়জুড়ে। ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন কুমিল্লা শহরে। ইংরেজি সাহিত্যে স্নাতক আর স্নাতকোত্তর করলেও পৃথিবীর সমস্ত সাহিত্য পড়ে শেষ করে ফেলার জন্য এক জীবনকে অনেক ক্ষুদ্র মনে করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন। স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্বামী এবং নিজের কর্মস্থলের সুবাদে বসবাস মতিহারের সবুজ চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পৃথিবীতে সেরা অর্জন একমাত্র সন্তান প্রাণন। মানুষকে ভালােবাসার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মেছেন বলে মনে করেন তিনি। ভালােবাসেন। পড়তে আর ঘুরে বেড়াতে। লেখালেখির বিষয় হিসেবে বরাবর বেছে নিতে পছন্দ করেন মানুষ আর প্রকৃতিকে।