Skip to Content
Filters

author.name

জুনাইদুল হক

জুনাইদুল হক জুনাইদুল হক জন্মেছেন ১৯৫৫ সালের ১০ ফেব্রুয়ারি, কিশােরগঞ্জ জেলার কটিয়ীর বােয়ালিয়াতে। পড়াশােনা করেছেন সেন গ্রেগরীজ উচ্চ বিদ্যালয়ে, ঢাকা মহল লজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ইন দেখতেন শিক্ষক হবেন বা সার্বক্ষণিক লেখক। হতে হয়েছে এনজিও, ব্যাংক ও এয়ারলাইনে কর্মকর্তা। ১৯৮২ সালে সরকারি কর্তা নির্বাচিত হয়েও সে চাকরিতে তার যােগ দেওয়া হয়নি।কৈশােরে ও তারুণ্যে প্রচুর লিখেছেন জুই হক। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই। কর্মজীবনের ব্যস্ততায়, বিষাদে ও অসদে পনেরাে বছর প্রায় কিছুই লেখেন নি গত বছর ধরে বিরামহীন লিখে চলেছেন। আর থামত ইচ্ছে নেই। গল্প লেখা তার সবচেয়ে প্রিয় কর।