জ্যোৎস্নালিপি
জ্যোৎস্নালিপি ছােটোগল্পকার, গবেষক, তথ্যচিত্র নির্মাতা, সাংবাদিক এবং শিশুসাহিত্যিক-অনেকগুলাে পরিচয় মিলিয়েই জ্যোত্সালিপি। বাড়ি কুষ্টিয়া জেলার খােকসা থানায়। মা গীতা মােদক ও বাবা ডা. বৈদ্যনাথ বিশ্বাস। লেখালেখির শুরু কৈশােরেই। ইতােমধ্যে শিশুসাহিত্যিক হিসেবে জনপ্রিয়তা অর্জন। করেছেন; পেয়েছেন পুরস্কার। রাজশাহী এক বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে। লেখাপড়া করেছেন। অচিন্ত্যকুমার সেনগুপ্তর ছােটোগল্প নিয়ে গবেষণা করে অর্জন করেছেন পিএইচ.ডি ডিগ্রি। দৈনিক দেশবাংলার শিশুসাহিত্য পাতা ‘ডানপিটেদের আসর ও সংবাদের জনপ্রিয় শিশুসাহিত্য পাতা খেলাঘর’ দীর্ঘদিন। সম্পাদনা করেছেন তিনি। এছাড়া, ধ্রুব নামে একটি লিটল ম্যাগাজিনও সম্পাদনা করেছেন।