টি এম কায়সার
টি এম আহমেদ কায়সার নব্বইয়ের কবি। শুধু কবি অভিধায় তাঁকে সম্বোধন করলে তাঁর প্রতি অবিচার করা হবে; নব্বই দশকে প্রকাশিত দুই বাংলার সব প্রতিনিধিত্বশীল লিটল ম্যাগাজিনে কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ, গান লিখেছেন দুহাতে। 'প্যারাডাইম' নামে একটি ছোটকাগজ (যৌথ) সম্পাদনাও করেছেন। তারপর ফিল্মের নেশাও খুব জেঁকে বসেছিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন 'চোখ ফিল্ম সোসাইটি'। শাবিপ্রবি থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতক শেষ করে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর করেন ব্রিটেনের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে। পরে প্রতিষ্ঠা করেন। ব্রিটেনে দক্ষিণ এশীয় শিল্পের শীর্ষতম প্রতিষ্ঠান 'সৌধ'। রয়াল আলবার্ট হল থেকে শুরু করে ব্রিটেনের মূলধারার সব আর্টভেন্যুতে মঞ্চস্থ হয়েছে এবং হয়ে যাচ্ছে কায়সারের পরিচালিত বিশ্বের বিভিন্ন ধ্রুপদী শিল্পের বিচিত্র সব নাট্য- কাব্য-সংগীত-সমবায়ী পরিবেশনা। আন্তর্জাতিক পরিসরে বাংলা, উপরন্তু দক্ষিণ এশীয় সাহিত্য সংস্কৃতির দূত হিসেবে প্রচার, পরিচালনা ও প্রতিনিধিত্ব করছেন নতুন নতুন সব শিল্প-প্রকল্পের। তাঁর পরিচালনায় বাংলা অপেরা নামে বাঙালি যাত্রাপালার এক ধরনের বিনির্মাণবাদী পরিবেশনা ইউরোপের দর্শকদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। দক্ষিণ এশীয় শিল্পের বিশ্বমানের সব পরিবেশনা ও তাৎপর্যপূর্ণ ব্রিটিশ-অভারতীয় দর্শকশ্রেণি তৈরির জন্য তিনি লিডস সিটি কাউন্সিলের সিভিক অ্যাওয়ার্ডের পাশাপাশি ব্রিটেনের সংসদ ভবন হাউস অব কমন্সে 'প্রাইড অব বেঙ্গল অ্যাওয়ার্ড ও ব্রিটিশ ভারতীয় সংগঠন ইউকেবিসি (ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশন) দ্বারা 'সেরা বাঙালি' পুরস্কারে ভূষিত হন।