Skip to Content
Filters

author.name

ড. আনিসুর রহমান

ড. আনিসুর রহমান জন্ম : ১৯৮২ সালের ২৩ এপ্রিল মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম হাজিপুরে। পিতা- আব্দুস শুকুর, মাতা- জেরিনা বিবি। শিক্ষা : বাংলায় সাম্মানিক স্নাতক (প্রথম শ্রেণিতে প্রথম) এবং স্নাতকোত্তর (প্রথম শ্রেণি); বি.এড কল্যাণী বিশ্ববিদ্যালয়। এম.এ (শিক্ষাতত্ত্ব) নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আসাম বিশ্ববিদ্যালয় (কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ। অধ্যাপনা ও শিক্ষকতার পেশায় নিযুক্ত। পুরস্কার : হেমলতা মেমরিয়াল মেডেল (কল্যাণী সিভিক অ্যাসোসিয়েশন), ন্যাশনাল স্কলারশিপ (ভারত সরকার)। নেশা : বইপড়া, লেখালেখি ও গান শোনা।