Skip to Content
Filters

author.name

ড. আবু নোমান

ড. আবু নোমান জন্ম ১৯৭৪, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। বাবা ময়েজ উদ্দীন আহমদ ও মা রওশন আরা বেগম। থাকেন রাজশাহীতে। প্রকাশিত বই গল্পগ্রন্থ: মেঘ ভেঙে ভেঙে (২০০৯), রোদবৃষ্টির দিন (২০১৯)। ইতিহাসগ্রন্থ: প্রাচীন বাংলার ইতিহাস ২০১৪, ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের ক্রমোন্নতি (২০১৭), সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু (যৌথ) ২০১৪, দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস (যৌথ) ২০১৫, সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস (যৌথ) ২০১৮, প্রবন্ধগ্রস্থ: তুরকান শাহ শহীদ ইত্যাদি (২০১১)। সম্পাদনা: পত্রিকা- সিঁড়ি ও ঝরোকা। বর্তমানে তিনি রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।