Skip to Content
Filters

author.name

ড. আলী কাজী

ড. আলী কাজীর (Ali Quazi) পূর্বপুরুষের শেকড় বিক্রমপুরে; কিন্তু বাবার বদলি চাকরির সুবাদে জন্মেছিলেন বৃহত্তর যশোর জেলায় । শৈশব-কৈশোর কেটেছে মধুমতী আর পদ্মাপাড়ে। পড়াশোনা করেছেন স্বর্ণগ্রাম হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে। প্রায় এক দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়ায় আসেন এবং সিডনিস্থ নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে প্রায় তিন দশক অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০২০ সালে ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং শাস্ত্রের প্রতিষ্ঠাতা (Founding) প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করার পর একই বিশ্ববিদ্যালয়ে এডজাংক প্রফেসর হিসেবে নিযুক্ত হন এবং বর্তমানে এই পদেই আছেন।