ড. এস এম আতিকুল্লাহ
এস এম আতিকুল্লাহ বাউফল উপজেলায় কালিশুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আলহাজ্ব মৌলভী শাহ আহম্মদ আলী, মাতা লতিফুন্নেছা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (কৃষি সম্প্রসারণ শিক্ষা) ডিগ্রি অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এনএফপিসিএসপি-এর আর্থিক অনুদান ও কারিগরি সহায়তায় পিএইচডি (উদ্ভিদ জীববৈচিত্র্য এবং খাদ্য নিরাপত্তা) ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তাঁর কর্মজীবন শুরু হয়। তিনি ২০০৩ সালে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এগ্রিবিজনেস বিভাগে সহযােগী অধ্যাপক হিসেবে নিয়ােগ পান। কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রশিকা, কারিতাস ও কেয়ার এবং বর্তমানে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং ইউএনডিপির খণ্ডকালীন পরামর্শক হিসেবে কর্মরত আছেন। ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ভূমি জোনিং পদ্ধতি প্রণয়নে তিনি অবদান রাখেন। দেশ-বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। ‘বাউফলের ইতিকথা তার প্রথম প্রকাশিত বই। বসতবাড়ির উদ্ভিদ, জীববৈচিত্র্য নিয়ে তাঁর বই ল্যামবার্ট একাডেমিক পাবলিশিং, জার্মানি কর্তৃক ২০১৮ সনে প্রকাশিত হয়েছে। জাতীয় পর্যায়ে চ্যানেল আই ‘হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠান। কর্তৃক শ্রেষ্ঠ লেখক হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেন। তাঁর লেখা ২০টি জার্নালে এবং বিভিন্ন পত্র-পত্রিকায় ১০০ টি জনপ্রিয় নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি পটুয়াখালী কৃষি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ কৃষিবিদ অ্যাসােসিয়েশন এবং বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির তিনি আজীবন সদস্য। বাংলাদেশের সমৃদ্ধশালী লােক সংস্কৃতির উপর এসএম আতিকুল্লাহর রয়েছে বিস্তর গবেষণা। তিনি বাংলার লােক। মানিক মুক্তোর হিরকখণ্ড যখন যেখানে যা পেয়েছেন কুড়িয়ে রেখেছেন তার হৃদয় সিন্দুকে। এই বইয়ে ফলের সাহিত্যরসের সাথে লােকজ জ্ঞান দুধের মতন মিলেমিশে এক উপাদেয় আস্বাদন তৈরি করেছে।