ড. বিনয় কুমার চক্রবর্তী
কৃষিবিদ ড. বিনয়কুমার চক্রবর্তী ১৫৫৯ সালে নেত্রকোনা জেলার আটপাড়া থানার এক সম্ভ্রান্ত হিন্দুব্রাহ্মন পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ফিশারিশ অনার্স (সম্মান), সােয়ানজী বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এম এস সি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৪ সালে বাংলাদেশের বিলুপ্ত প্রজাতির মাছের ওপর গবেষনা সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব ফিলােসফি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে। যােগদান করেন। তারপর চাকুরীর সুবাদে বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও জেলায় চাকুরী করেন। তিনি মৎস্যভবন, মৎস্য অধিদপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে মৎস্য ডিপ্লোমা কোর্স বাস্তবায়ন প্রকল্প, ক্লাইমেট রেজিলিয়েন্স এন্ড লাইভলিহােড প্রকল্প এবং বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্প সাফল্যের সাথে সমাপ্ত করেন। বর্তমানে অবসর জীবন যাপনকালে ও গবেষনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গবেষণা কার্যক্রম ও চাকুরীর সুবাদে যুক্তরাজ্য, জার্মানী, বেলজিয়াম, লুক্সেমবাগ, ফ্রান্স, ইটালী, ভারত, ভূটান, নেপাল, ওমান, ফিলিফাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বােডিয়া, সিংগাপুর সফর করেছেন। তিনি গবেষনা কার্যকর্মে অসাধারন অবদানের জন্য ভারতের Asian Biological Research Foundation, Glocal Environment And Social Association, Bidhan Chandra KrishiBiswabidzaloya, Calcutta University CC Fellowship Award 97 Fish Biology on the behalf of International academy of Science and Research থেকে Scientist of the Year ২০১৮ অন্যতম Award অর্জন করেন। তার ৫৬টি গবেষণা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে এবং গবেষণা ও অন্যান্য বিষয়ে ১৩টি বই দেশে বিদেশে প্রকাশিত হয়। তার ছােটগল্পের একমাত্র ‘দুরে। কোথাও' বইটি সাহিত্য অনুরাগীদের দৃষ্টি আকর্ষন করে। এছাড়া তার অনেক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়।