Skip to Content
Filters

author.name

ড. মাসুদ রেজা

ড. মাসুদ রেজা ৭ জুলাই ১৯৫৫ ফরিদপুর শহরতলীর বাখুন্ডা গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা-ওয়াফিজদ্দিন মিয়া, মাতা-অহিদুন্নেছা । ৫ ভাই বােনের মধ্যে তিনি চতুর্থ। শিক্ষা জীবনে তিনি ফরিদপুর শহরের মহিম ইন্সটিটিউশন থেকে এসএসসি (১৯৭১), সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি (১৯৭৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ১৯৮০, এমএ (১৯৮১) পাশ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ফরিদপুরের লােকসাহিত্যও সংস্কৃতির রূপরেখা অভিসন্দর্ভ রচনা করে পি-এইচ. ডি ডিগ্রি অর্জন করেন (২০০২)। তিনি ইতিহাস-ঐতিহ্য বিষয়ক একজন গবেষক-লেখক। প্রতিশ্রুতিবান সংস্কৃতি-সংগঠক হিসেবে তার অবদান স্বীকার্য। তিনি 'চর্যাপদ' ও ব-দ্বীপ’ বাংলা হেরিটেজ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এই প্রতিষ্ঠানের নতুনধারার ত্রৈমাসিক গবেষণা পত্রিকা 'চাষ' এর সম্পাদকও তিনি। নান্দনিক কবিতা নির্মাণে তিনি একজন আলােকিত আধুনিক কবি। কর্মজীবনে তিনি সাপ্তাহিক, জাতীয় দৈনিকসহ আন্তর্জাতিক দৈনিকে সাংবাদিকতা করেছেন (১৯৭৩-১৯৮৩)। বর্তমানে ঢাকাস্থ বিসিক সচিবালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাটির গবেষণা সহযােগী হিসেবে কালচারাল সার্ভে অব বাংলাদেশ’, ‘এনসাইক্লোপিডিয়া অব বাংলাপিডিয়া এবং ব্রিটিশ আমেরিকান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (প্রস্তাবিত) প্রকল্পে বাংলাদেশ স্টাডি নিয়ে কাজ করেছেন।